April 4, 2016

স্বপ্নের হায়দ্রাবাদ - শান্তিরাম মন্ডল


স্বপ্ন, আশা ও আকাঙ্খা নিয়ে ভরপুর
কাজের উদ্যমে, জীবনের নূতন উদ্দীপনায়
নূতন প্রজন্মের শিক্ষা আর বিকাশের উদ্দেশে
দেশের রাজধানী ছেড়ে প্রদেশের রাজধানীতে ।

পরিমীত প্রদূষন, কমে যায় দৌড়ভাগ ব্যস্ততা
মানবিকতার ছোঁয়া, জীবনে ভরে উষ্ণতা,
শীত উষ্নের সমন্জষে আবহাওয়ায় স্নিগ্ধতা
 ভাষা, আচার, আলিঙ্গনে নেই বিঘ্নতা ।

হুসেন সাগর, মির আলম, সরুর নগর
চারিদিকে ঘিরে এ তো ঝীলের শহর
উদ্যান, পার্ক মিলে সবুজের বাতাবরণ
'বায়ো ডায়ভার্সিটির ' অতি ঊজ্বল প্রতিফলন।

গোলকুন্ডার দূর্গ, শ্বেত মর্মর বিড়লার মন্দির,
এনটিআর, লুম্বিনী, সালার জং আর চারমিনার
রামোজীর ফিল্ম সিটি, আর শিল্প রামম
ঐতিহ্য আর আধুনিকতার বিরল মিশ্রণ।

ব্যবসা, উদ্যোগ, অগ্রমান তথ্যপ্রযুক্তি
এয়ারপোর্ট,হোটেল,আধুনিকতার শক্তি
শিক্ষার সংস্খান, দক্ষ কোচিং আয়োজন
খেলা ধূলার পারদর্শীতা আর প্রশিক্ষণ ।

গনেশ পূজা, ঈদ আর বড়দিন উদযাপন
উৎসব, ধর্ম ও সংষ্ক্রিতির অদ্ভুত মিলন
কুচিপুড়ি নাচ, হিন্দুস্থানী ও দ্রাবিড়ী সংগীত
জাতির বিশিষ্টতা কিন্তু সমগ্রে সমাহিত ।

স্বপ্নের নগর তুমি, কিন্তু মুখোমুখি সমস্যার
ঝীল ক্রমাগত সংকূচিত, প্রদূষিত হুসেনসাগর
নোংরা মুসি নদী, বেআইনি নির্মাণ
কোথাও অবাধ দখল, যটে যানবাহন।

বেসেছি ভালো, পড়েছি প্রেমে, হায়দ্রাবাদ
বাঁচাবো হুসেন সাগর, দাও হাতে হাত
যানজট, স্বচ্ছ রাখার, বাঁচাতে প্রকৃতি
সমাধান খোঁজার আজ নি প্রতিশ্রুতি ।

----------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------------
Follow Us:

No comments:

Post a Comment